আজ শনিবার সকালে রাজধানীর রমনা থানা এলাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘পুলিশ, ছাত্র-জনতা ও সম্মানিত নাগরিকবৃন্দের’ সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ছিনতাই অনেক বেড়ে গেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আমার কাছে যে রিপোর্ট, তাতে দেখা যায় ছিনতাই অনেক বেড়ে গেছে। অধিকাংশই ছিনতাই হচ্ছে মুঠোফোন। বাসে যাত্রী বসে থাকে, ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। ধারালো অস্ত্র দেখিয়ে মুঠোফোন ছিনতাই হচ্ছে।’ তিনি বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে পড়ছে। যাঁরা মাদক সেবক, তাঁদের টাকার অভাব হলে আবার ছিনতাইয়ে গিয়ে যুক্ত হন।’
পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মামলা রেকর্ডের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘যত খুশি মামলা হয় হোক, সেই দায়িত্ব আমি নেব; কিন্তু কোনো নাগরিক, কোনো মানুষ এসে যেন না বলেন, “মামলা নিল না।” এ রকম ঘটনা যেন না ঘটে।’