কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে কারখানাটির ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে কিছু স্থানীয় সন্ত্রাসী মালিককে চাপ প্রয়োগ করে আসছিলেন। এক সপ্তাহ আগেও এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তাঁরা। তবে কারখানা কর্তৃপক্ষ জানায় আগের নিয়মেই ঝুট বিক্রি হবে। এতে ওই সন্ত্রাসীরা কারখানা কর্তৃপক্ষকে হুমকি দেন।
ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আজ সকালে কামাল হোসেন নামে কারখানাটির এক ট্রাকচালককে তুলে নিয়ে যান সন্ত্রাসীরা। বিষয়টি জানাজানি হওয়ার পর কারখানার কয়েক শ শ্রমিক সড়ক অবরোধ করেন। এ সময় সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ট্রাকচালককে উদ্ধারের দাবি তোলেন শ্রমিকেরা। পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় একটি কার্যালয়ে আটকে রাখা ওই ট্রাকচালককে উদ্ধার করে। এরপর পুলিশের অনুরোধে শ্রমিকেরা সড়ক অবরোধ প্রত্যাহার করে কারখানায় ফিরে যান।
অভিযানে ওই ট্রাকচালক উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুপাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। অবরোধ প্রত্যাহারের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।