সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা পদত্যাগ পত্রে ফ্রিল্যান্ড জানিয়েছেন, গত সপ্তাহে ট্রুডো তাঁকে জানিয়েছেন তিনি তাঁকে আর এ পদে চান না। তিনি তাঁকে মন্ত্রী পরিষদের অন্য একটি দায়িত্ব দিতে চান।
ফ্রিল্যান্ড লিখেছেন, ‘চিন্তা-ভাবনার পর আমি এ সিদ্ধান্ত পৌঁছলাম যে, মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করাটাই আমার জন্য একমাত্র সৎ ও কার্যকর পথ। কানাডার জন্য সবচেয়ে ভালো পথ কী হতে পারে, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে আপনি ও আমার মধ্যে মতানৈক্য চলছিল।’