কোনো অসৎ উদ্দেশ্য নেই, এমনটা উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন একটি বড় সমস্যা। এখান থেকে উত্তরণে কতগুলো গভীর ও গুরুতর সংস্কার প্রয়োজন। তাঁরা তাঁদের সুপারিশে রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তায়নমুক্ত ও পরিচ্ছন্ন করার চেষ্টা করেছেন।
সরকার সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করবে, এমন আশার কথা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, তাঁরা বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে সুপারিশগুলো করেছেন। অনেকেই তাঁদের বলেছেন, কুৎসিত লোকেরা যেন সংসদ ভবনে আর প্রবেশ করতে না পারেন। তিনি বলেন, যাঁরা ফেরারি আসামি, নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে ভয়াবহ ভূমিকা পালন করেছেন, তাঁদের নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত করার চেষ্টা করেছেন।