পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসনের সঙ্গে বৈঠক থেকে তেমন কোনও ইতিবাচক ইঙ্গিত পাননি। কিন্তু আর জি কর মেডিক্যাল কলেজের নিহত তরুণী চিকিৎসকের বাবা ও মায়ের অনুরোধে অবশেষে আমরণ অনশন তুলে নেওয়া হচ্ছে বলে দাবি করলেন জুনিয়র চিকিৎসকরা। সেইসঙ্গে মঙ্গলবার (২২ অক্টোবর) যে সর্বাত্মক স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
তবে নিজেদের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। আগামী শনিবার আর জি কর মেডিক্যাল কলেজে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা।
সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। ৪৫ মিনিট বৈঠক হওয়ার কথা থাকলেও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক চলে দু’ঘণ্টার বেশি। আর সেই বৈঠকের পরে ধর্মতলায় নিজেদের অনশন মঞ্চে এসে বৈঠক করেন তারা।তারপর রাত প্রায় ১০ টা নাগাদ আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা করেন তারা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় চলা বৈঠকে তারা যে খুব একটা খুশি হননি সে কথা পরে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন পশ্চিমবঙ্গ জুনিয়র চিকিৎসক ফ্রন্টের প্রতিনিধি দেবাশিস হালদার। তিনি বলেন, এই বৈঠকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ব্যাজ পরে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। ওখানে আমাদের প্রিন্সিপালদের চুপ করিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সবই জানেন।
তারা জানিয়েছেন, তারপরও এই অনশন তারা প্রত্যাহার করছেন শুধু মাত্র তিলোত্তমার মা-বাবার অনুরোধে। দেবশিস বলেন, তিলোত্তমার মা-বাবা ও সমাজের বিশিষ্টজনের কথার সম্মান রেখে আমরণ অনশন প্রত্যাহার করছি। পাশাপাশি স্বাস্থ্য ধর্মঘটও প্রত্যাহার করলাম।
তবে আন্দোলন থামছে না বলেও জানালেন চিকিৎসকরা। দেবশিস বলেন, আগামী শনিবার (২৬ অক্টোবর) আর জি করে মহা গণ কনভেনশনের ডাক দিয়েছেন তারা।