মুখে দেওয়ামাত্র কমলার রহস্য পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই কমলা খুবই তিতা আর কষযুক্ত। মনে মনে ইচ্ছা ছিল, ট্রেনে বসে খাওয়ার জন্য যাওয়ার সময় কিছু কমলা নিয়ে যাব, সে আশা পূরণ হলো না। স্টেশনে ফেরার সময় ট্যাক্সিচালককে জিজ্ঞেস করলাম এই কমলার কথা। সে জানাল, এই কমলাগাছ শুধু শহরের সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো হয়, খাওয়ার জন্য নয়।
মুসলিম স্বর্ণযুগের অন্যতম প্রধান শহর দেখা শেষ করে মাদ্রিদের ট্রেনে উঠে বসলাম।