Homeদেশের গণমাধ্যমেকয়েদি নম্বর ৭৮৬! ‘দাগি’র টিজারে ‘সুড়ঙ্গ’ জুটির চমক

কয়েদি নম্বর ৭৮৬! ‘দাগি’র টিজারে ‘সুড়ঙ্গ’ জুটির চমক


আবারও চমকে দিলেন আফরান নিশো। প্রায় দুই বছর পর নতুন লুকে হাজির হলেন। মঙ্গলবার দুপুরে প্রকাশ পেয়েছে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমার টিজার। তাতে ‘দাগি’ লুকে দেখা দিয়েছেন এই অভিনেতা। নতুন লুকে দেখা দিলেন তমা মির্জাও। প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে টিজার। মঙ্গলবার ‘দাগি’র টিজার শেয়ার হয়েছে চরকি, আলফা আই, এসভিএফের অফিশিয়াল পেজ থেকে। এ ছাড়া সিনেমার অভিনয়শিল্পীরা টিজারটি শেয়ার করেছেন নিজেদের সোশ্যাল হ্যান্ডল থেকে। এর মধ্যে শুধু চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিজারটি দেখা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার, সাড়ে ৩ হাজার মন্তব্য এবং ১৪ হাজার রিয়্যাক্ট। এসভিএফের ফেসবুকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৫৪ হাজার আর আলফা আইর ফেসবুকে ১০ হাজার ভিউ হয়েছে।

১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে আফরান নিশোকে পাওয়া গেছে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে বড় চুলে, মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন তিনি। তাঁর কয়েদি নম্বর ৭৮৬। টিজারের শুরুতেই নিশোকে বলতে শোনা যায়, ‘আব্বা আমাকে সব সময় বলত, “নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর।”’ এরপর নিশোর কণ্ঠে শোনা যায়, ‘এবার বুঝতে পারতেসি, জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে, সে–ই দাগি। সারাটা জীবন।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত