এ বিষয়ে সাংবাদিক সিরাজুদ্দৌলা বলেন, ‘গতকাল বিকেলে উপজেলা সদরে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (৪৫তম ব্যাচ) ছাত্র রাতুল হাসান আমাকে জড়িয়ে বক্তব্য দেন। পরে তাঁর নেতৃত্বেই আমার বাড়িতে হামলা হয়েছে। এর আগে আমি বাড়ি থেকে বের হয়ে আসায় প্রাণে রক্ষা পেয়েছি। তাঁরা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিলেন।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে রাতুল হাসান বলেন, ‘গতকালের ওই সমাবেশে কয়েকজন সাংবাদিকের বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেওয়া হয়। এ সময় সাংবাদিক লিংকনের নাম উঠে আসে। পরে শুনেছি, তাঁর বাড়িতে হামলা হয়েছে। সেখানে আমার নাম জড়ানো হচ্ছে। আমি কোনোভাবে ওই ঘটনার সঙ্গে জড়িত নই।’