Homeদেশের গণমাধ্যমেকম সুদর্শন স্বামীদের সঙ্গেই নারীরা বেশি সুখী, বলছে গবেষণা

কম সুদর্শন স্বামীদের সঙ্গেই নারীরা বেশি সুখী, বলছে গবেষণা


সৌন্দর্য কিংবা অর্থ-সম্পদের ওপর কখনো ভালোবাসা নির্ভর করে না। তবে, সৌন্দর্যের বিষয়টি একেবারে বাদও দেওয়া যাবে না। এর অন্যতম কারণ হচ্ছে একজন আরেকজনের চেহারা দেখেই প্রথমে পছন্দ করে থাকেন। এরপর চলাফেরা, কথা-বার্তা, ভাব বিনিময়ের পরই একে অন্যের প্রতি অনুরক্ত হয়ে পড়েন। তারপর ভালোবাসায় জড়িয়ে যান। যদিও কে কখন কার ভালোবাসায় হাবুডুবু খাবেন তা বলা মুশকিল।

এই নশ্বর পৃথিবীতে সবাই চায় তার সঙ্গী যেন সুন্দর, স্মার্ট, গুণের অধিকারী হন। তখনই প্রশ্ন আসে, যারা কম সুদর্শন তাহলে কি তারা সারা জীবনই সিঙ্গেল থাকবেন! আসলে এমনটি নয়, বরং কম সুদর্শন পুরুষের সঙ্গেই নারীরা নাকি বেশি সুখী থাকেন।

এই বিষয় নিয়ে গবেষণা করেছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি। তাদের গবেষণার তথ্য অনুযায়ী, যে সম্পর্কে পুরুষের চেয়ে নারী বেশি সুন্দরী হয়, সেখানে প্রেমের সফলতার সম্ভাবনা বেশি থাকে।

গবেষণার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাধারণ নারীরা কম সুদর্শন পুরুষের সঙ্গেই বেশি সুখী হয়ে থাকেন। তবে কে কখন, কোন বয়সে কার প্রেমে পড়বেন তার কোনো ঠিক নেই।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ওই গবেষণার তথ্য অনুযায়ী, সম্প্রতি গবেষকরা টেক্সাসে বিবাহিত ১১৩ জন দম্পতিকে নিয়ে সমীক্ষা চালান। এই সমীক্ষায় স্বামী-স্ত্রীকে তাদের চেহারার ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। সমীক্ষায় দেখা যায়, স্ত্রীর চেয়ে সৌন্দর্যে পিছিয়ে থাকা স্বামীরা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি যত্নবান হয়ে থাকেন। স্ত্রীকে সব সময় হাসিখুশি রাখার চেষ্টা করতে থাকেন তারা।

গবেষণায় দেখা যায়, স্বামী নিজের স্ত্রীকে হাসিখুশি রাখতে বিভিন্ন কাজ করে থাকেন। এর মধ্যে অন্যতম হলো- উপহার দেওয়া, ঘরের কাজ করা, নিজেকে নতুন করে উপস্থাপন করা, ভালোবাসার নিত্যনতুন ধরন বের করায় তাদের প্রচেষ্টা থাকে একটু বেশিই।

গবেষণার রিপোর্টে আরও বলা হয়, সাধারণত কম সুদর্শন স্বামীরা তাদের সম্পর্কের প্রতি বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়। একইসঙ্গে তারা স্ত্রীর সৌন্দর্যের মর্ম বুঝতে পেরে স্ত্রীকে খুশি করতেও সবসময় ব্যস্ত থাকেন।

গবেষণায় উঠে এসেছে, স্বামী যদি বেশি আকর্ষণীয় হন তাহলে হীনমন্যতায় ভোগেন নারীরা। এ বিষয়ে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষক তানিয়া রেনোল্ডস জানান, তথ্য বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি, একজন সুদর্শন স্বামীর জন্য সম্পর্কে খারাপ প্রভাব পড়ে। অন্যদিকে কম আকর্ষণীয় দেখতে স্বামীরা স্ত্রীকে খুশি রাখতে ব্যস্ত থাকেন।

সূত্র : মেন্সহেলথ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত