Homeদেশের গণমাধ্যমেকম্বল বিতরণ না করেই ফিরলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

কম্বল বিতরণ না করেই ফিরলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে কুড়িগ্রামের মাঝপথ থেকেই ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে তিনি নীলফামারী জেলা থেকে কুড়িগ্রাম ও লালমনিরহাটের সফর স্থগিত করে ঢাকায় ফিরে আসেন।

সরকারি সফরের অংশ হিসেবে উত্তরের জেলা কুড়িগ্রামের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে বৃহস্পতিবার চিলমারী ও শুক্রবার রাজারহাট উপজেলায় কম্বল বিতরণ করার কথা ছিল। কিন্তু মাঝপথেই কম্বল বিতরণ না করেই ফিরতে হয়েছে তাকে। তবে কুড়িগ্রামবাসীর জন্য তার বরাদ্দকৃত ১৮ হাজার কম্বল কবে বিতরণ করা হবে কিংবা কবে তিনি পুনরায় আসবেন নিদির্ষ্ট করে জানাতে পারেনি স্থানীয় সরকার বিভাগ।

জেলার ত্রাণ ও পুর্নবাসন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ৯ উপজেলার ২৩ লাখ ২৯ হাজার ১৬১ জন মানুষের বিপরীতে প্রথম ধাপে ১ হাজার ৮০০টি কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যা প্রতি উপজেলায় ২০০টি করে বরাদ্দ পায়। আর প্রতি উপজেলায় চাহিদা অনুযায়ী গরম কাপড় কেনার জন্য ৩ লাখ করে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এরপর ২য় ধাপে চলতি মাসে ৯ উপজেলার জন্য ১০ হাজার কম্বল ও ও ২২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে যা উপজেলা অনুযায়ী চাহিদা মোতাবেক বিতরণ করা হবে। উপদেষ্টা আসিফ মাহমুদের সফরকে কেন্দ্র করে স্থানীয় সরকার বিভাগ থেকে আলাদা করে ৯ উপজেলার জন্য ২ হাজার করে ১৮ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে চিলমারী ও রাজারহাট উপজেলার জন্য ৪ হাজার বরাদ্দ পাওয়া গেছে বাকিগুলো পর্যায়ক্রমে আসবে।

জেলার ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, ২য় ধাপে নতুন করে ৯ উপজেলার জন্য ১০ হাজার কম্বল ও ২২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা চাহিদা অনুযায়ী বিতরণ চলমান।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, উপদেষ্টার আগমন উপলক্ষে জেলায় ১৮ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। যা পরবর্তী নির্দেশনা মতে দ্রুতই পর্যায়ক্রমে বিতরণ করা হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত