বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ভাসমান দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৮ জানুয়ারি) গভীররাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশন প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পাপ্পা সিকদারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মনিরুল আলম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু প্রমুখ।