আবদুল আউয়াল মিন্টু: সত্যি কথা বলতে কি, ব্যবসা-বাণিজ্যের প্রসারের জন্য যে ধরনের পরিবেশ দরকার, তা এখনো সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোভাবে ব্যবসা করার উপযোগী নয়। পত্রিকায় দেখলাম, গতকালও (২১ ডিসেম্বর) এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। শ্রমিক অসন্তোষ হচ্ছে। ব্যবসার প্রসারের জন্য সামাজিক পরিবেশ অত্যন্ত জরুরি। সামাজিক পরিবেশ যখন বলি, সেটাকে আমি সামাজিক মূলধনও বলি। সবাই মনে করে, আর্থিক মূলধন হলেই ব্যবসা হয়, কথাটি ঠিক নয়।
সামাজিক মূলধনের প্রথম দিক হলো মানুষে মানুষে একতা; সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সেটা রাজনৈতিক দলগুলোর মধ্যে হতে পারে, সামাজিক সংগঠনগুলোর মধ্যে হতে পারে। সবার মধ্যে সমঝোতা ও সহযোগিতার মনোভাব যদি না থাকে, তাহলে কোনো সমাজে ব্যবসা-বাণিজ্যের প্রসার হয় না।
দ্বিতীয় দিক হলো রাজনৈতিক স্থিতিশীলতা। ব্যবসায়ীরা যদি অনুমান করতে না পারেন যে ভবিষ্যতে কী হতে যাচ্ছে, সরকারের মনোভাব কী, নীতি কী হতে যাচ্ছে, তাহলে বিনিয়োগ হবে না।
তৃতীয় দিক হলো আর্থিক মূলধন। এখন ব্যাংক খাতের যে অবস্থা, যে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে, তাতে ব্যবসা-বাণিজ্য প্রসারের সুযোগ কম। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আপনি যদি কঠোরভাবে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করেন, তাহলে ব্যাংক মানুষের প্রয়োজন অনুযায়ী টাকা দিতে পারবে না।
চতুর্থ দিক হলো মানুষের উদ্যোগ ও উদ্যম। ব্যবসার প্রসার বা বিনিয়োগ বৃদ্ধির জন্য সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নেই। মানুষ এখন নিজেকে নিয়েই চিন্তিত—নিজের জীবন ও ধনসম্পদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। সব মিলিয়ে ভালো ব্যবসার জন্য পরিবেশ এখন নেই, শিগগির ভালো হবে, সে আশাও করতে পারছি না।