Homeদেশের গণমাধ্যমেঐতিহ্যের ঘোড়দৌড় দেখতে উৎসুক মানুষের ভিড়

ঐতিহ্যের ঘোড়দৌড় দেখতে উৎসুক মানুষের ভিড়


গাইবান্ধার সাদুল্লাপুরে ঐতিহ্যের ঘোড়দৌড় ও পাতাখেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি ) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে।

জাহিদ রেজা স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, আজিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মোস্তাফা রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী এ খেলা দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ ছুটে আসে। মুহূর্তে গোটা এলাকা জুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে মানুষ। উভয় খেলায় প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়েছে বলেও জানান আয়োজক কমিটির জাহাঙ্গীর আলম।

এএইচশামীম/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত