উদাহরণ টেনে তারিক আনাম বললেন, ‘আমরা শুনেছি, বোম্বে ফিল্ম নাকি প্রেম করা শিখাত। কত সুন্দরভাবে প্রেম করা যায়। কত সুন্দরভাবে কথা বলা যায়—এটা বোম্বে ফিল্ম দেখেই অনেকে করত।’ এ প্রসঙ্গে নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনাও বললেন, ‘আমাকে কাজের কারণে বিভিন্ন সময় ব্যাংকে যেতে হয়। সেখানে শুনতে হয়, নাটকের ভাষা এমন কেন! ব্যাংক কর্মকর্তা বলেন, বিশ্বাস করেন, আপনাদের যখন নাটক হতো আমাদের মা–বাবারা আমাদের টেলিভিশনের সামনে জোর করে বসিয়ে রাখত। বলত দেখ, কত সুন্দর করে কথা বলতে হয়। আমরা কথা বলা শিখেছি, আপনাদের লক্ষ করেছি, অনুসরণ করেছি—তখনকার বিটিভি নাটক থেকে। সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয়। কিন্তু পরিবর্তন যদি ঊর্ধ্বের দিকে না যায়, উন্নতির দিকে না যায়, তাহলে তো মুশকিল। এখন তো অনেক কিছুই হচ্ছে, জনপ্রিয়তা, ভিউ ইত্যাদির মধ্যে আটকে আছি। জনপ্রিয়তা নিয়ে আমার কোনো ধরনের বিরক্তি নাই। জনপ্রিয়তা থাকে, সিনেমায়ও থাকে। নায়ক–নায়িকার জনপ্রিয়তার ওপর নির্ভর করে ছবি হয়। কিন্তু একটা রুচি ও নান্দনিকতার জায়গা যেটা, সেটার বড় দুর্দশা হয়েছে বলে মনে হয়। বাংলা ছবির ক্ষেত্রেও এটা শুরু হয়েছিল। যখন নামতে শুরু করেছিল, কাটপিস শুরু হলো—সেখান থেকে বাংলাদেশি সিনেমা কিন্তু দারুণভাবে ফিরে এসেছে।’