বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যায়, এস আলম গ্রুপভুক্ত ৮টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ প্রতিষ্ঠানগুলো হচ্ছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, ইস্পাতের পাত প্রক্রিয়াজাত কারখানা এস আলম কোল্ড রোল্ড স্টিলস ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, ঢেউটিনসহ ইস্পাত পণ্য তৈরির কারখানা এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চেমন ইস্পাত ও গ্যালকো স্টিল এবং ব্যাগ তৈরির কারখানা এস আলম ব্যাগ লিমিটেড।
গত ২১ আগস্ট এস আলমের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২৪ ডিসেম্বর চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের আটটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।