Homeদেশের গণমাধ্যমেএসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা


বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সাহিত্য পুরস্কার ও সম্মাননা ২০২৪’ এবং ‘এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা ২০২৪’ পাচ্ছেন ১০ কবি ও লেখক।

বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৪’ পাচ্ছেন- কবিতায় গোলাম কিবরিয়া পিনু, কথাসাহিত্যে হাবিব আনিসুর রহমান, শিশুসাহিত্যে সারওয়ার-উল-ইসলাম, মুক্তিযুদ্ধ গবেষণায় মোস্তফা হোসেইন এবং মঞ্চ নাটকে ড. মুকিদ চৌধুরী।

একই সঙ্গে ‘এসবিএসপি সাহিত্য সম্মাননা-২০২৪’ পাচ্ছেন- কবিতায় ফারুক আহমেদ ও মামুন খান, কথাসাহিত্যে শাহমুব জুয়েল।

এ ছাড়া ‘এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা-২০২৪’ পাচ্ছেন কবিতায় তাসলিমা কবির রিংকি এবং ছোটগল্পে সালমা সুলতানা।

২২ জানুয়ারি পুরস্কার ঘোষণা করেন সোনার বাংলা সাহিত্য পরিষদের (এসবিএসপি) সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর এবং সাধারণ সম্পাদক এনাম আনন্দ। তারা জানান, শিগগির একটি অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৮ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত