Homeদেশের গণমাধ্যমেএসএসসি পরীক্ষা পেছানোর ‘সুযোগ নেই‘

এসএসসি পরীক্ষা পেছানোর ‘সুযোগ নেই‘



জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৫, ৩ এপ্রিল ২০২৫  

ফাইল ফটো।


আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর কিছু দিন আগে পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় কিছু শিক্ষার্থী। এই ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বক্তব্য স্পষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকালে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার‌ গণমাধ্যমকে পরীক্ষার বিষয়ে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন।

তিনি বলেন, “এরইমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। পরীক্ষা পেছানোর যেসব দাবি করেছে, সেগুলোর কোনোটারই যৌক্তিকতা নেই। তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।”

“আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে,” যোগ করেন কামাল উদ্দিন হায়দার‌।

পরীক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান দিয়ে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ রাখেন এই পরীক্ষা নিয়ন্ত্রক।

ফেসবুকে একটি গ্রুপ খুলে পরীক্ষা পেছানোসহ দুই দফা দাবি তোলে একদল শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো: পরীক্ষা এক মাস পেছান এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন অবসর দেওয়া। তারা দাবির কারণ হিসেবে বলেছেন, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না।

ঢাকা/হাসান/রাসেল





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত