এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হামলার দিন টোকিও বিমানবন্দরেও একটি বোমা বিস্ফোরণ হয়েছিল। এ সময় ওই বিমানবন্দরের দুই কর্মী নিহত হন। ধারণা করা হয়, ব্যাংককগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি উড়োজাহাজে হামলার উদ্দেশ্যে বোমাটি আনা হয়েছিল। কিন্তু তার আগেই সেটি বিস্ফোরিত হয়।
ভারত ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মামলাটি নতুন করে মনোযোগের কেন্দ্রে চলে আসে। ২০২৩ সালের জুনে কানাডার নাগরিক খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের এজেন্টরা জড়িত—কানাডার এমন অভিযোগের পরই দুই দেশের কূটনীতিক সম্পর্কে বিষবাষ্প ছড়াতে শুরু করে।
শিখ ব্যবসায়ী রিপুধামান সিং হত্যার সঙ্গেও ভারত সরকারের কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়টি গত মে মাসে খতিয়ে দেখেছিলেন তদন্তকারীরা। রিপুধামান সিং একসময় বিচ্ছিন্নতাবাদী খালিস্তান আন্দোলনের সমর্থক ছিলেন। কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বসবাসরত শিখদের মধ্যে এ আন্দোলেনের শক্তিশালী সমর্থন রয়েছে।