Homeদেশের গণমাধ্যমেএম এ জি ওসমানী বলেছিলেন, ভারত যদি সহযোগিতা না-ও করত, তারপরও বাংলাদেশ...

এম এ জি ওসমানী বলেছিলেন, ভারত যদি সহযোগিতা না-ও করত, তারপরও বাংলাদেশ স্বাধীন হতো: রিজভী


ভারতের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘যুদ্ধ করে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি, তারা (ভারত) মনে করে চিরদিন আমরা তাদের গোলাম হয়ে থাকব, অনুগত হয়ে থাকব। আমি দিল্লির নীতিনির্ধারকদের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করেন, তাহলে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? শেখ হাসিনা পালিয়ে গেছে, এই মনঃকষ্টে আপনাদের মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশবিরোধী বক্তব্য দিচ্ছে। আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে।’

রিজভী বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে বিষোদ্‌গার করতে চাই না। বাংলাদেশে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন ১৬-১৭ বছরের নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে। ১৬ বছর দিল্লি ছাড়া হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি। তাই এই বিষোদ্‌গার যত দিন করবেন, আমাদের প্রতিবাদ এবং আমাদের যে রাজনৈতিক প্রতিরোধ আমরা করে যাব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত