Homeদেশের গণমাধ্যমেএবার প্রাণনাশের হুমকি পেলেন কপিল শর্মা

এবার প্রাণনাশের হুমকি পেলেন কপিল শর্মা


একের পর এক খুনের হুমকি, হামলার ঘটনায় অস্থির বলিউড! সালমান খানকে একাধিকবার খুনের হুমকি, সাইফ আলি খানের উপর অক্রমণের রেশ কাটতে না কাটতেই এবার  প্রাণনাশের হুমকি পেলেন কপিল শর্মা। কিন্তু কী আছে কপিলকে পাঠানো ইমেলে?

হুমকি ইমেলে লেখা হয়েছে, ‘আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। আমাদের মনে হয়েছে, একটা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় আপনাদের নজরে আনি। এটা কোনও পাবলিসিটি স্টান্ট বা আপনাকে হয়রানি জন্য পাঠানো হচ্ছে না। আমরা আপনাকে এই বার্তাটিকে অত্যন্ত গুরুত্ব এবং গোপনীয়তার সঙ্গে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।’

ইমেইলটি ‘বিষ্ণু’ নামের একজন পাঠিয়েছে।   

‘কমেডি নাইটস উইথ কপিল’ শো কপিল শর্মাকে ভারতের অন্যতম বিশিষ্ট  কৌতুক অভিনেতা করে তুলেছিলো। সম্প্রতি, তিনি নেটফ্লিক্সে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ চালু করেছেন। যেখানে আমির খান এবং রণবীর কাপুরের মতো তারকাদের দেখা যায়।

মুম্বাই পুলিশ জানিয়েছে, কপিল শর্মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে কারণ, তার শো-টি সালমান খান স্পনসর করেছেন।এই ঘটনায় মুম্বাইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কপিল শর্মা ও তার দলকে নিরাপত্তা দেওয়া হবে।

আম্বোলি পুলিশ খতিয়ে দেখেছে যে আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে সেটা পাকিস্তানের। এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে সেদেশের সরকারের সাহায্য চাওয়া হয়েছে।

সুত্র: হিন্দুস্তান টাইমস





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত