দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত মাসে একটি বিলে সই করেন। ওই বিলে বলা আছে, জনস্বার্থে নির্দিষ্ট পরিস্থিতিতে সরকার চাইলে শূন্য ক্ষতিপূরণ দিয়ে সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে।
ওই বিলের পক্ষে দক্ষিণ আফ্রিকার যুক্তি, বিলটি সরকারকে ইচ্ছেমতো সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দেয় না। বরং প্রথমে (সম্পত্তির) মালিকের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতে হবে।
তবে সরকার থেকে যতই ব্যাখ্যা দেওয়া হোক, কিছু কিছু মানুষের আশঙ্কা, স্বাধীনতার পর জিম্বাবুয়ে সরকার যেভাবে শ্বেতাঙ্গদের মালিকানাধীন কোম্পানিগুলো অধিগ্রহণ করেছে, দক্ষিণ আফ্রিকায়ও একই পরিস্থিতি হবে। ১৯৮০ সালে স্বাধীনতার পর জিম্বাবুয়ে সরকার শ্বেতাঙ্গ মালিকানাধীন অনেক কোম্পানি জব্দ করে এবং বেশির ভাগেরই কোনো ক্ষতিপূরণ না দিয়ে।