ইসরায়েলের পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রকেও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (২ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য এ হুঁশিয়ারি দিয়েছেন খামেনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
১৯৭৯ সালে তেহরানের মার্কিন দূতাবাস দখলের বার্ষিকীর আগে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন খামেনি।
ভাষণে তিনি বলেন, ইহুদিবাদী শাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র যেই হোক না কেন, ইরান, ইরানি জাতি ও প্রতিরোধ গোষ্ঠীর ওপর যা করছে তার জন্য অবশ্যই কঠিন প্রতিক্রিয়া পাবে বলে জানিয়েছেন তিনি।
৮৫ বছর বয়সী খামেনি এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন ইসরায়েলের ওপর আরেকটি হামলা চালানোর হুমকি বাড়াচ্ছেন ইরানি কর্মকর্তারা।
এর আগে গত ২৬ অক্টোবর ইরানের সামরিক ঘাঁটি ও অন্যান্য স্থানে হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে পাঁচ জন নিহত হন।
তবে নির্দিষ্ট কোনও আক্রমণের সময় বা পরিসর নিয়ে বিস্তারিত কিছু বলেননি সর্বোচ্চ এই নেতা।