Homeদেশের গণমাধ্যমেএনএসইউ’র সঙ্গে চীনের হুবেই ও দক্ষিণ এশিয়ার ১২টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

এনএসইউ’র সঙ্গে চীনের হুবেই ও দক্ষিণ এশিয়ার ১২টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই


বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সম্প্রতি চীনের হুবেই ও দক্ষিণ এশিয়ার ১২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। ‘ইচ্যাং ইনিশিয়েটিভের’ আওতায় ২০২৪ ফোরামের প্রতিনিধি হিসেবে গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানেরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ইচ্যাং ইনিশিয়েটিভ হল চীনের হুবেই-এর বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দক্ষিণ এশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির একটি পদক্ষেপ। এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষার উন্নয়ন, বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে সহযোগিতা শক্তিশালী করা এবং নতুন বিনিময় প্রোগ্রাম চালু করা।

এনএসইউ-এর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী উল্লেখ করেন, এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে এনএসইউ-এর শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি সবাইকে বৈশ্বিক পরিমণ্ডলে শিক্ষা ও গবেষণায় অংশীদারত্ব বাড়াতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই সমঝোতার অংশ হিসেবে, এনএসইউ-হুবেই (চীন) এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়ের জোটের জন্য ‘গ্রীষ্মকালীন ক্যাম্প’ চালু করবে, যা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের হুবেইয়ের সংস্কৃতি ও উদ্ভাবনের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ প্রদান করবে।

একই দিনে, এনএসইউ এবং চায়না থ্রি জর্জেস ইউনিভার্সিটি আরেকটি সমঝোতা স্মারকে সই করেছে। এতে উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিনিময়, শিক্ষক, গবেষণা, শিক্ষা এবং একাডেমিক সংস্কৃতির আদান-প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 

এই পদক্ষেপগুলো হুবেই এবং দক্ষিণ এশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব তৈরিতে সহায়ক হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এই এমওইউ সই করার মাধ্যমে সম্পদ ভাগাভাগি, দক্ষতা বিকাশ এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের নতুন সুযোগ উন্মোচন করবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত