ঘটনা বিপিএল শুরুর দিনের। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিসিবি পরিচালক নাজমূল আবেদীনকে অনেকের সামনে কিছু একটা বলেন, যাতে অসন্তুষ্ট হন নাজমূল। এ নিয়ে সেদিন তাৎক্ষণিক ফারুককে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি, সংবাদমাধ্যমেও কোনো বক্তব্য দেননি। তাহলে প্রায় এক সপ্তাহ পর আজ কেন হঠাৎ এ নিয়ে সংবাদমাধ্যমে ‘বোমা’ ফাটালেন নাজমূল!
এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে নাজমূল আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি এত দিন বিষয়টি নিয়ে চুপ ছিলাম। কারণ, আমি চাইনি বোর্ডের ভেতরের বিষয় বাইরে জানাজানি হোক। কিন্তু অনেকে দেখলাম এটা নিয়ে আমাকে প্রশ্ন করছেন, তাঁরা জানতে চাইছেন সভাপতি কেন আমাকে ও রকম কথা বলেছেন। তখন বুঝলাম বিষয়টি জানাজানি হয়েছে, কেউ এটা বাইরে বলেছে। কাজেই আমি মনে করেছি, আমার অবস্থানটাও জানানো দরকার। কী হচ্ছে না হচ্ছে বলা দরকার।’