এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের চূড়ান্তপর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ ছিল না বাংলাদেশের।
নমপেনে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুটাও দুর্দান্ত করেছিল সাইফুল বারীর দল। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলের হারই সঙ্গী হয়েছে দলের। তাতে বাছাইপর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজেছে বাংলাদেশের কিশোরদের।