ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম স্বীকার করেছেন, তার দলকে এখন অবনমন নিয়েও ভাবতে হচ্ছে। সর্বশেষ নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারায় সব প্রতিযোগিতা মিলে টানা ৪ ম্যাচে এমন ফল নিয়ে মাঠ ছেড়েছে তারা। লিগে হেরেছে টানা তিনবার। বর্তমানে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৪। অবনমন অঞ্চল থেকে মাত্র ৭ পয়েন্ট দূরে অবস্থান।
পরাজয়ের পর রেড ডেভিলদের কোচ তাই অবনমন এড়াতে লড়াইয়ের কথা স্বীকার করেছেন, ‘আমার মনে হয় বিষয়টা এখন সেরকমই পরিষ্কার। আমাদের তাই লড়াই করতে হবে।’
খেই হারিয়ে কোনও অজুহাত দিতে চাচ্ছেন না আমোরিম। মাত্র দুই মাসই হয়েছে দায়িত্ব বুঝে পেয়েছেন। তার কথা, ‘আমার মনে হয় লোকজন এই ক্লাবের হয়ে অজুহাত শুনতে শুনতে বিরক্ত। আর সেজন্যই এখন অবনমনের কথা আলোচনা করছি।’
পরিস্থিতি বিবেচনা করে এখন বেঁচে থাকার লড়াইয়ে মনোযোগ ম্যানইউ কোচের, ‘আমাদের নিজেদের অবস্থানটা স্বীকার করতেই হবে। লিগের অবস্থা যদি দেখেন, সবাই সবাইকে হারাতে পারে। তাই আমাদের জিততে হবে এবং বিপদ থেকে নিজেদের উদ্ধারে মনোযোগ দিতে হবে। আমার মনে হয় এই ক্লাবের একটা ধাক্কা খাওয়া প্রয়োজন। আর সেটা আমাদের বোঝাও উচিত।’
প্রথম ২০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করেছে ইউনাইটেড। গোল করেন নিউক্যাসলের অ্যালেক্সান্ডার আইজ্যাক ও জোয়েলিন্টন। আমোরিমের ভাবনায় এখন পরের ম্যাচ,‘পরিস্থিতিটা ভীষণ কঠিন। আমাদের এখন পরের ম্যাচে লড়াই করতে হবে এবং জয়ের জন্য যাবতীয় কৌশল প্রয়োগ করতে হবে।’