সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে রাশিয়ার একটি শহরে বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজ শনিবার সকালে দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাতারাস্তান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে এ ড্রোন হামলায় আবাসিকসহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দফায় দফায় এ হামলায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, ড্রোন হামলার পর কাজান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শনিবার সকাল পৌনে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তিন দফায় কাজানের বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়। কাজানের মেয়র বলেছেন, হামলার পর শহরে সব ধরনের বড় আয়োজন বাতিল করা হয়েছে।