ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে খুলনার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা এক মিনিটে শুরু হয় মহানগরীর শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো। শহীদ মিনারে আসা সর্বস্তরের মানুষের হাতে ছিল ফুলের স্তবক।
নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন খুলনার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায়।
একুশের প্রথম প্রহর থেকে শহীদ মিনারে খুলনা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, খুলনা প্রেস ক্লাব, খুলনা জেলা আইনজীবী সমিতিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।
নগরীর বাগমারা থেকে আসা রাতুল আহমেদ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষাকে অর্জন করেছি। অধিকার আদায় করে নিতে শিখেছি। বাংলার মানুষের প্রতিবাদের অন্যতম দৃষ্টান্ত বায়ান্নর ভাষা আন্দোলন।
রুপসা থেকে শহীদ মিনারে আসা মিনহাজুল রিদয় বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে সারাবিশ্বের কাছে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের ভাইয়েরা ভাষার জন্য জীবন না দিলে আমরা মাতৃভাষায় আজ হয়তো কথা বলতে পারতাম না। আজ তাই ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
পরিবার নিয়ে শহীদ মিনারে আসা শহীদুল ইসলাম বলেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। শুধু ভাষার অধিকারের জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। তারা গুলির ভয়ে পিছু হটলে আজ এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। পরিবারের সকলকে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছি।
মো: আরিফুর রহমান/কেএএ