Homeদেশের গণমাধ্যমেএকই রশিতে ঝুলছিল মা-মেয়ের দেহ

একই রশিতে ঝুলছিল মা-মেয়ের দেহ


দিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় সুজাতা রায় (২৪) ও নীলাদ্রি রায় (৬) নামে মা-মেয়ের  লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

নিহতের বাবার পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজন বলছেন আত্মহত্যা। নিহতের শয়নকক্ষে একটি চিরকুট পাওয়া গেছে সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুতে কেউ দায়ী নয়’।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের বেণুপাড়ায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত সুজাতা রায় আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের বেণুপাড়া এলাকার ভক্ত রায়ের স্ত্রী।

মা ও মেয়ের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, সংসারের কাজের পাশাপাশি লেখাপড়া করেন সুজাতা রায়। বুধবার সন্ধ্যায় তার ও তার মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়েকে দেখতে পায় জা স্বপ্না রায়। পরিবারের লোকজনদের ডাকাডাকি করেন তিনি। পরে থানায় খবর দেওয়া হলে পেয়ে পুলিশ এসে মা-মেয়ের লাশ উদ্ধার ও সুরতহাল করে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালে পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া ঝাউপাড়ার অমিত্য রায়ের মেয়ের সাথে  ভক্ত রায়ের বিয়ে হয়। ভক্ত রায় পেশায় একদিন দর্জি। সুজাতা রায় ছিলেন অনার্স তৃতীয় বর্ষের বাংলা বিভাগের ছাত্রী।

সুজাতা রায়ের চাচা সত্যম্বর রায় বলেন, “আমার ভাতিজির বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়াঝাটির কথা শুনছি। বুধবার সন্ধ্যায় তারা আমাদেরকে খবর দেন সুজাতা মারা গেছে। কিন্তু আমরা সবাই এসে দেখি তাদের মরদেহ রেখে উধাও হয়েছে ভক্ত রায়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি করছি।”

ওসি নজমূল হক বলেন, “মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।”





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত