Homeদেশের গণমাধ্যমেউসমান-শামীম ঝড়ে ঢাকার পাঁচে পাঁচ হার 

উসমান-শামীম ঝড়ে ঢাকার পাঁচে পাঁচ হার 


প্রকাশিত: ২২:৪৯, ৯ জানুয়ারি ২০২৫  
আপডেট: ২৩:০৫, ৯ জানুয়ারি ২০২৫


সাব্বির রহমানের ঝড়ে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু চিটাগং কিংসের উসমান খানের ফিফটির পর শামীম পাটোয়ারির ক্যামিওতে টানা পাঁচ ম্যাচে হারলো রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে সাব্বিরের ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৭৭ রান করে ঢাকা। তাড়া কর‍তে নেমে ৩ বল হাতে রেখে ৩ উইকেট জয় নিশ্চিত করে চিটাগং। তৃতীয় ম্যাচে এটি চিটাগংয়ের দ্বিতীয় জয়। 

অধিনায়ক মোহাম্মদ মিথুন ২২ বলে ৩৩ ও শামীম মাত্র ১৪ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন। দুজনের অপরাজিত জুটি থেকে আসে ১৭ বলে ৩৬ রান। 

চিটাগংয়ের শুরুটা হয় দারুণ। ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। ১৭ রানে পারভেজ হোসেন ইমন আউট হলে ভাঙে জুটি। এরপর ক্লার্ককে সঙ্গে নিয়ে উসমানের গড়া জুটি থেকে আসে ৩০ বলে ৫১ রান। উসমান তুলে নেন ফিফটি। 

৩৩ বলে ৫৫ রান করে উসমান আউট হলে ভাঙে জুটি। এরপর ক্লার্কও ফেরেন ৩২ বলে ৩৯ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে চিটাগং। শামীম-মিথুনের দারুণ ব্যাটিংয়ে চাপকে জয় করে ফেলে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার হয়ে ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, ফরমানুল্লাহ ও মোসাদ্দেক হোসেন। 

এর আগে, সাব্বিরের ব্যাটে ভর করে ১৭৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে ঢাকা। ৬ ছক্কা ১ চারে সাব্বির ফিফটির দেখা পেয়েছিলেন ২২ বলে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৩ বলে ৮২ রান করে। পুরো ইনিংসে ছক্কার মার ছিল ৯টি আর চার হাঁকিয়েছেন ৩টি। বিপিএলে সাব্বিরের সবশেষ ফিফটি ছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর। মাঝে ৩১ ম্যাচে কোনো ফিফটির দেখা পাননি। 

শুরুতে উইকেট হারানোর পর তানজীদ হাসান তামিম এক প্রান্তে আগলে রেখে খেলতে থাকেন। ৪৮ বলে ৫৪ রান করেন তিনি। সাব্বিরের সঙ্গে ৩৫ বলে ৬৩ রানের জুটি ম্যাচের গতিপথ বাতলে দেয়। শেষ দিকে ফরমানুল্লাহর সঙ্গে জুটিতে আসে ১৭ বলে ৩০ রান। ফরমানুল্লাহ ৯ বলে ১০ রানে অপরাজিত ছিলেন। 

ইংলিশ তারকা ব্যাটার জেসন রয় আউট হন মাত্র ১ রানে। মাঝে স্টিফেন এসকিনাজি ৫ ও শাহাদাত হোসেন আউট হন ৯ রানে। এদিন হাসেনি থিসারা পেরেরার ব্যাটও। তিনি আউট হন ১ রানে। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন খালেদ আহমেদ। 

ঢাকা/রিয়াদ





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত