Homeদেশের গণমাধ্যমেউন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য আনতে পারছি না: উপদেষ্টা

উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য আনতে পারছি না: উপদেষ্টা


উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য আনতে পারছেন না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজাওয়ানা হাসান।

তিনি বলেন, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বড় বড় পাহাড় কেটে বড় রেললাইন হলো, এটা কে উন্নয়ন হিসেবে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু এই পাহাড় কেটে যদি উন্নয়ন হয় তাহলে পরিবেশ রক্ষার দায়িত্বে আলাদা কোনো মন্ত্রণালয় থেকে তো লাভ নেই।

উপদেষ্টা বলেন, পরিবেশ মন্ত্রণালয়কে যদি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না দেওয়া হয় এবং উন্নয়নের চাপ ও উন্নয়নের সিদ্ধান্ত যদি পরিবেশ অধিদপ্তরের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে তো পরিবেশ রক্ষা করতে পারবে না।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকরের লক্ষ্যে উদ্বোধনী কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সৈয়দা রিজাওয়ানা হাসান বলেন, আমাদের কাজটাই হচ্ছে রেগুলেট করা, কিন্তু আমরা যদি সেটা স্বাধীনভাবে করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে উন্নয়ন এবং পরিবেশের মধ্যে ভারসাম্য আনতে পারছি না। উন্নয়নকে যদি প্রাধান্য দেওয়া হয়, পরিবেশকে যদি এর সাব-সাবজেক্ট রাখা হয়, তাহলে যেরকম পরিবেশ আমরা চাই সেটা আমরা পাবো না।

তিনি বলেন, উন্নয়নের ফলে পরিবেশের যে ক্ষতি হয় সেটা রক্ষা করতে গিয়ে আমাদের আবার হাজার কোটি টাকার প্রকল্প আনতে হয়। এই যে, সরকার যদি প্রথমে ভাবতো শিল্পদূষণ দিয়ে বুড়িগঙ্গা দূষণ করবো না, তাহলে এখন হাজার কোটি টাকা দিয়ে বুড়িগঙ্গা দূষণ রোধ করার প্রকল্পের কথা ভাবতে হতো না।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, আমাদের ওপর জনগণের প্রত্যাশার একটা চাপ আছে। সেটা আমরা সবসময় মেনে নেই। পরিবেশ রক্ষায় জনগণের যে তীক্ষ্ণ দৃষ্টি সেটাকে আমরা খুব ভালোভাবে গ্রহণ করি। কিন্তু মুশকিল হচ্ছে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে।

আরএএস/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত