বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুই হেভিওয়েট দল রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। বৃহস্পতিবার (০২ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করবে তামিম ইকবালের দল।
এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে নুরুল হাসান সোহানের রংপুর। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া বরিশাল দ্বিতীয় জয়ের খোঁজে নামছে আজ।
দুই দলের লড়াই নিয়ে তীব্র শীতের মাঝেও দর্শকদের আগ্রহ তুঙ্গে। টিকিট না পেয়ে বুথ ভাঙ্গা থেকে শুরু করে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ম্যাচের আগেও স্টেডিয়ামের সামনে দর্শকদের ছিল উপচেপড়া ভিড়। গ্যালারির অধিকাংশ আসনই ছিল পূর্ণ।
রংপুর রাইডার্স একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি, ইফতিখার আহমেদ, নাহিদ রানা, মেহেদী হাসান, আজিজুল হাকিম তামিম, তৌফিক খান ও আকিফ জাভেদ।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ নবি, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, তানভির ইসলাম ও ইকবাল হোসেন ইমন।