সুখের সংসারই ছিল ভারতের! তবে নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাশামতো ফল না পাওয়ায় সেই সংসার এখন অনেকটাই এলোমেলো। ঢাকঢোল পিটিয়ে যে গৌতম গম্ভীরকে ভারতের দায়িত্ব দেওয়া হলো, তিনিই নাকি এখন অতিষ্ঠ।
ড্রেসিংরুমে তিনি বলেছেন—‘অনেক হয়েছে…’, জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
গম্ভীর অনেক কিছু দেখে ফেলেছেন মানে এই নয় যে দায়িত্ব ছাড়ছেন!
বরং তিনি এখন থেকে ব্যাটসম্যানদের ওপর তদারকি আরও বাড়াবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ড্রেসিংরুমে দেওয়া বক্তব্যে কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ না করলেও ম্যাচের পরিস্থিতি ভুলে গিয়ে ‘ন্যাচারাল গেমের’ নামে খেলে আউট হওয়া ব্যাটসম্যানদের ওপর ক্ষোভ ঝেড়েছেন গম্ভীর।
এখন থেকে দলের প্রয়োজন অনুযায়ী না খেললে তাঁকে বিদায়ের হুমকিও দিয়েছেন ভারতের প্রধান কোচ। গম্ভীর বাংলাদেশ সিরিজের পর থেকে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার চিত্রও তুলে ধরেন।