রক্তশূন্যতা থেকে মুক্তি পেতে নিয়মিত ডালিম খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ উপাদানে পরিপূর্ণ ফলটি কিন্তু ত্বকের যত্নেও বেশ সহায়ক। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসার পাশাপাশি বলিরেখা কমাতে সাহায্য করে ডালিম। এছাড়া ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রুখে দিতে পারে ডালিমের রস। পাশাপাশি সেবাম উৎপাদনে নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে ফলটি। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ডালিম ব্যবহার করবেন।
- খোসা ছাড়িয়ে দানা আলাদা করে থেঁতো করে নিন। পাতলা কাপড়ে ছেঁকে তা থেকে রস বার করে স্প্রে বোতলে ভরে টোনারের মতো ব্যবহার করুন।
- ওটমিল গুঁড়া করে ডালিমের রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। ত্বকে চক্রাকারে ঘষে ঘষে লাগান এটি। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
- ডালিমের রসের সঙ্গে মধু বা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন ২০ মিনিট। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই মাস্ক দারুণ কার্যকর।
- টক দইয়ের সঙ্গে ডালিমের রস মিশিয়ে ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। ত্বক প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজড হবে।
- ত্বকে যে ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করেন, তার মধ্যে কয়েক ফোঁটা বেদানার রস মিশিয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে।
- ডালিমের রসের সঙ্গে শসার রস মিশিয়ে মিস্ট বানিয়ে নিন। টোনার হিসেবে ব্যবহার করুন ত্বকে। ত্বকের বাড়তি তেলতেলে ভাব দূর হবে।
- ডালিমের রসের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখলে ত্বক উজ্জ্বল হবে।
- চালের গুঁড়া ও ডালিমের রস মিশিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া এক্সফোলিয়েটর। সপ্তাহে এক দিন ব্যবহার করুন এই স্ক্রাব
- কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে নিন ডালিমের রসের সঙ্গে। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ত্বক হবে নরম ও কোমল।