Homeদেশের গণমাধ্যমেঈদ উপহার নিয়ে শহীদ জামালের বাড়িতে ইউএনও

ঈদ উপহার নিয়ে শহীদ জামালের বাড়িতে ইউএনও


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের বাড়িতে জেলা প্রশাসকের ঈদ উপহার নিয়ে ছুঁটে গেল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইকবাল হাসান।

শনিবার (২২ মার্চ) সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নে শহীদ শাহ্ জামাল ভূঁইয়ার পরিবারের হাতে জেলা প্রশাসকের পাঠানো ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। উপহার পেয়ে খুশি শহীদ শাহ্ জামালের পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, আমরা ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ শাহ জামাল ভূঁইয়ার পরিবারের সাথে আজকে দেখা করেছি। তাদের পারিবারিক খোঁজখবর নিয়েছি। জেলা প্রশাসকের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিয়েছি।

তিনি জানান, শহীদ জামালের পরিবারে আর্থিক কিংবা অন্য কোন সমস্যা রয়েছে কি না এ বিষয়ে কথা বলেছি। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। সরকারি সহযোগীতা দেয়া অব্যাহত আছে। একই সঙ্গে আগামী দিনে যদি তারা কোন সমস্যায় পড়লে আমরা সব সময় তাদের পাশে থাকব।

উপহার বিতরণ শেষে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ শাহ্ জামাল ভূঁইয়ার কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন ইউএনও। এ ধরনের উদ্যোগ শহীদ পরিবারের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।

এ সময় শহীদ জামালের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বড় বাইশদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাফর উল্যাহ, মৌডুবি ইউনিয়নের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত