Homeদেশের গণমাধ্যমেঈদ উপহার নিয়ে যাবার সময় ৩ ভাই নিহত

ঈদ উপহার নিয়ে যাবার সময় ৩ ভাই নিহত


বরগুনার পাথরঘাটায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নামির খানের ৩ ছেলে- মো. নাইমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)।

পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজিব পরিবহন গাড়িটি পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় এবং মঠবাড়িয়া থেকে পাথরঘাটার উদ্দেশ্যে আসা একটি মোটরসাইকেলে তিন ভাই চাচার বাসায় ঈদ উপহার পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় সোনার বাংলা নামকস্থানে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়।

ওসি মেহেদী হাসান কালবেলাকে জানান, খবর পেয়ে পাথরঘাটা থানা থেকে একটি টিম সেখানে পাঠায়। লাশ তিনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবং ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়। বাসে থাকা সুপারভাইজার এবং হেলপারকে আটক করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত