Homeদেশের গণমাধ্যমেঈদের তৃতীয় দিন টিভি পর্দায় যত নাটক

ঈদের তৃতীয় দিন টিভি পর্দায় যত নাটক


নাটক ইন্ডাস্ট্রিতে বছরের সবচেয়ে বড় আয়োজনটি হয় রমজানের ঈদে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শতাধিক নতুন নাটক নির্মাণ হয়েছে এবার। যার বেশিরভাগই টিভিতে সম্প্রচারের পাশাপাশি উন্মুক্ত হবে প্রতিষ্ঠত সব ইউটিউব চ্যানেলে। নজর দেওয়া যাক ঈদের তৃতীয় দিন(২ এপ্রিল) কোন নাটক-টেলিফিল্মগুলো সম্প্রচার হবে বিভিন্ন টিভি চ্যানেলে।  

চ্যানেল আই

বিকাল সাড়ে ৪টায় প্রচার হবে টেলিছবি ‘তোমাদের গল্প’। পরিচালনায় মোস্তফা জামাল রাজ। অভিনয় করেছেন জোভান, তটিনী, দিলারা জামান। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ইতির ঈদি’। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয় করেছেন জোভান আহমেদ, কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘টোনাটুনির সংসার’। পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি প্রমুখ।

বৈশাখী টিভি

বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ব্লাক মানি’। পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। অভিনয় করেছেন ওমর সানী, কাজী হায়াৎ, হাসান জাহাঙ্গীর, ডন, অমিত হাসান। বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ;মানি লোকের মান’। পরিচালনা করেছেন ফরিদুল হাসান। অভিনয়ে জাহের আলভী, মিহি, আব্দুল্লাহ রানা, স্বপ্নীল সাথী প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শাশুড়ির বিয়ে’। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, মিহি, শিল্পী সরকার অপু। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘লন্ডনি জামাই’। পরিচালনা করেছেন আল হাজেন। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা, আহসানুল হক মিনু। রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ট্রাক ড্রাইভার’। পরিচালনা করেছেন রুহুল আমিন শিশির। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, পুতুল প্রমুখ।

আরটিভি

বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ফোক স্টেশন’ (পর্ব ১)। গাইবেন শিল্পী কনা, লুইপা, নদী, মৌসুমী। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘অপুর সংসার’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, ফারিয়া শাহরিন। রাত ৮টায় একক নাটক ;আমারই থেকো’। অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘এক্সকিউজ মি প্লিজ’। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘এক্সট্রা’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, রুকাইয়া জাহান চমক। রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘হোটেল মায়ের দোয়া’। অভিনয় করেছেন সাব্বির অর্ণব, মাহিমা প্রমুখ।

দীপ্ত টিভি

দুপুর ১২টা ১০ মিনিটে ‘আমাদের ছবি আমাদের গান’। বিকেল ৪টায় তুর্কি সিনেমা ‘মাই ব্রাদার’। বিকেল ৫টা ৫০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘গুড ডক্টর’। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘আপনি না তুমি’। অভিনয় করেছেন খায়রুল বাসার, কেয়া পায়েল। রাত ৮টায় একক নাটক ‘কোন এক বসন্ত বিকেল’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক ‘কথা হবে হিসাব করে’। রাত ১০টায় রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট-ঈদ স্পেশাল বাই রাফসান’। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘ভেসে যাওয়া কোন হাওয়ায়’। অভিনয়ে সাদিয়া আয়মান, তটিনী প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন

সকাল ৭টায় ‘রাঙা সকাল’, অতিথি  হিসেবে থাকবেন কবির বকুল। বেলা ১টা ৩০ মিনিটে ‘সিসিমপুর’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘লাভ টু হেট ইউ’। অভিনয় করেছেন আরশ খান, তাসনুভা তিশা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ‘বিয়ের জ্বালা’। অভিনয় করেন শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, নাদিয়া মীম। রাত ৮টায় নাটক ‘শো অফ’। অভিনয়ে বর্ণ নাথ, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মধুমালা’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ফিরে দেখা’। অভিনয়ে জোভান, তটিনী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিছবি ‘বউয়ের বিয়ে’। অভিনয় করেছেন ইয়াশ রোহান, তটিনী প্রমুখ।

এনটিভি
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রূপবানের প্রেম’।কাব্য হাসানের গল্পে, তানিন রহমান চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয় করেছেন তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালিদ, আব্দুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘প্রাণের মানুষ’। রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা। অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া শিমু, তারিক আনাম খান, শিল্পী সরকার অপু প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘দু’জন দু’জনার’। রচনা ও পরিচালনায় মারুফ হোসেন সজিব। অভিনয়ে ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘খুচরা পাপী’। রচনা জুয়েল এলিন, পরিচালনায় জিয়াউদ্দীন আলম। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল প্রমুখ।

এটিএন বাংলা
সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘বিসিএস টু’। পরিচালনায় আনিসুর রহমান রাজিব। অভিনয়ে শামীম সরকার, সামান্তা পারভেজ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘শেষটা তুমি’। পরিচালনায় মাহমুদ মাহিন। অভিনয়ে মুশফিক ফারহান, স্পর্শিয়া প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘বিয়ে টিয়ে’। পরিচাল্নায় মুহম্মদ মিফতা আনন। অভিনয়ে নিলয় আলমগীর, সাফা কবীর প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে টেলিফিল্ম ‘বিটুইন আস’। রচনায় মশিউর রহমান। পরিচালনা করেছেন সহিদ-উন-নবী। অভিনয়ে শামীম সরকার, অনিন্দিতা মিমি, মুনিরা মিঠু প্রমুখ।

বাংলাভিশন
রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ভবঘুরে ভালোবাসা’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয়ে জোভান, তটিনী প্রমুখ।

নাগরিক টিভি
রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘আদুরে মেয়ে’। পরিচালনা: সাদমান রনি। অভিনয়ে জাহের আলভী, তিথি প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত