দেশের নানা প্রান্তে বয়ে চলা মাঝারি তাপপ্রবাহ ঈদের তিন দিনেও অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন বিকেলে সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, যশোর ও সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ চলছে। রাজধানী ঢাকাসহ বরিশাল, রাজশাহী, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি ও মৌলভীবাজারের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ প্রথম আলোকে বলেন, ঈদের তিন দিন শুষ্ক আবহাওয়া থাকবে। সঙ্গে বয়ে যাবে মাঝারি তাপপ্রবাহ। তবে সিলেট ও তার আশপাশের এলাকায় ঈদের দিন বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ৩ এপ্রিল থেকে তাপমাত্রা বাড়বে জানিয়ে তিনি বলেন, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।