অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটি নিশ্চিত করেছে যে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটিতে আজ রমজানের ২৮তম দিন। রোববার (৩০ মার্চ) সেখানে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।
এর আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল ঈদের তারিখ ঘোষণা করেছে বলে জানিয়েছে খালিজ টাইমস।
ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে রমজান ও ঈদের তারিখ জানিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছরও সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দেয় দেশটি। ঈদের তারিখও জানিয়েছে দেশটি।
এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (২৯ মার্চ) সন্ধ্যার পর ঈদের চাঁদ অনুসন্ধান শুরু হবে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বেশির ভাগ প্রান্ত থেকে শনিবার ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে না। অনেকে আবার প্রত্যাশা করছেন, চাঁদ দেখা যেতে পারে। তবে অনেকে মনে করছেন, চাঁদ দেখা না গেলেও সৌদি আরব আগামী রোববার (৩৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা দিতে পারে।
সৌদি আরবের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী, শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ ঈদুল ফিতরের দিন হচ্ছে ৩০ মার্চ। তবে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, টেলিস্কোপ বা অন্যান্য যেসব উপায়ে চাঁদ দেখা যায়, সেসব উপায়ে শনিবার চাঁদ দেখা সম্ভব হবে না।
অনেক মুসলিম দেশ সৌদি আরবের সঙ্গে একই দিন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের প্রত্যাশা করছে। আবার অনেক দেশ আগামী রোববার চাঁদ দেখা সাপেক্ষে সোমবার (৩১ মার্চ) ঈদ উদ্যাপনের ঘোষণা দিতে পারে।
সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস
এসএএইচ