ঈদে চিড়িয়াখানায় আসতে শিশুদের একধরনের বায়না থাকে। বাঘ, ভালুক, হরিণ, সিংহ, গাধা, জিরাফ, জেব্রা, হাতি, পাখি, সাপের প্রতি বিশেষ মনোযোগ থাকে তাদের।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য, বাঘ, ভালুক, হরিণ, সিংহ, বানর, জলহস্তী, কুমির, সাপ, ইম্পালা, গয়াল, লামা, ময়না, টিয়া, ক্যাঙ্গারু, জিরাফ, জেব্রা, হাতি, ময়ূর, উটপাখি, ইমু পাখি, শঙ্খচিল, কুড়াবাজ, তিলাবাজ, গন্ডার, হায়েনাসহ ১৩৬ প্রজাতির ৩ হাজার ৩৪টি প্রাণী ও পাখি রয়েছে এখানে।