Homeদেশের গণমাধ্যমে‘ই হাড় ফাটা শীতোত তোমার কম্বল কোনো মোর জান বাঁচাইল’

‘ই হাড় ফাটা শীতোত তোমার কম্বল কোনো মোর জান বাঁচাইল’


কম্বল বিতরণের আগে গ্রামে ঘুরে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মধ্যে স্লিপ বিতরণ করেন তারাগঞ্জ বন্ধুসভার সদস্যরা। আজ সকাল ১০টায় জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের হাতে কম্বল তুলেন দেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার আহ্বায়ক মামুন সরকার, সদস্য ইসরাত জাহান, নাঈম ইসলাম, সায়েম ইসলাম, রিফাত সরকার, রিয়াদ সরকার, আসাদুজ্জামান ও প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া।

ফকিরপাড়া গ্রামের মোনা মিয়ার এক পা নেই। তিনি এসেছিলেন লাঠিতে ভর করে। কম্বল পেয়ে মোনা মিয়া বলেন, ‘তোমার কম্বলকোনা কামোত দিবে। একনা গায়োত দিয়া আরামে থাকির পামো। আল্লাহ তোমার ভালো করবে।’



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত