Homeদেশের গণমাধ্যমেইসলামের মহৎ উদ্দেশ্য ও মানুষের শ্রেষ্ঠত্ব

ইসলামের মহৎ উদ্দেশ্য ও মানুষের শ্রেষ্ঠত্ব


মানুষ ‘আবদুল্লাহ’ তথা আল্লাহর বান্দা, দাস বা গোলাম; যে আল্লাহর বিধান বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা বলেন, ‘জিন ও ইনসানকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি।’ (সুরা-৫১ জারিয়াত, আয়াত: ৫৬)। ‘নিশ্চয়ই আমি দুনিয়াতে খলিফা বা প্রতিনিধি পাঠাচ্ছি।’ (সুরা-২ বাকারা, আয়াত: ৩০) ‘আল্লাহ তাদের বন্ধুরূপে বরণ করেন, যারা প্রকৃত বিশ্বাসী। তিনি তাদিগকে অন্ধকার হতে আলোয় নিয়ে আসেন। আর যারা অকৃতজ্ঞ, অবিশ্বাসী, তাদের বন্ধু ও অভিভাবক হলো তাগুত। ওরা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। তারাই নরকবাসী, তারা সেথায় চিরকাল থাকবে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ২৫৭) 

‘আর আমি আদমসন্তানকে সম্মানিত করেছি। তাদেরকে জলে-স্থলে চলাচলের বাহন দিয়েছি, উত্তম রিজিক দান করেছি এবং আমি তাদেরকে বহু সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি।’ (সুরা-১৭ ইসরা-বনি ইসরাইল, আয়াত: ৭০)



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত