Homeদেশের গণমাধ্যমেইসরায়েল-হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াল কাতার

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়াল কাতার


ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ও মধ্যস্থতার দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছে কাতার।

শনিবার (৯ নভেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদমাধ্যম আলজাজিরায় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধের অবসান ঘটাতে ‘দুই পক্ষের গুরুত্ব ও ইচ্ছা’ না থাকলে, তারা আর মধ্যস্থতার ভূমিকা পালন করবে না। তবে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার দাবিকে নাকচ করেছে।

বিবৃতিতে আরও জানায়, দুই সপ্তাহ আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে কাতারের রাজধানী দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়। তবে কাতার এ দাবি তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে ইসরায়েল, হামাস এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকলেও, যুদ্ধের সমাপ্তির কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা এখনও পাওয়া যায়নি। এই অনিশ্চিত পরিস্থিতি বিবেচনা করে কাতার, মধ্যস্থতার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কাতার।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার গণহত্যা পরিচালনা করছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতের সংখ্যা ৪৩ হাজার ৫০০ ছাড়িয়েছে, এবং আহতের সংখ্যা এক লাখেরও বেশি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এই গণহত্যায় ৭০ শতাংশ হতাহতই নারী ও শিশু।

এদিকে গতকাল শনিবার গাজায় ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত