Homeদেশের গণমাধ্যমেইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার আপডেট দিল হুতিরা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার আপডেট দিল হুতিরা


ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত ৪৮ ঘণ্টায় তৃতীয়বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। শনিবার ভোরে এক টেলিভিশন ভাষণে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইরান-সমর্থিত এ গোষ্ঠী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর আগে শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যা ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

সারি আরও বলেন, ‘আমরা শুধু ইসরায়েল নয়, লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের দিকেও একাধিক হামলা চালিয়েছি।’

তবে এ হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি মার্কিন সামরিক বাহিনী।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘হুতিদের পুরোপুরি ধ্বংস করা হবে।’ এর মধ্যেই মার্কিন বাহিনী ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করেছে বলে জানা গেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ২০০ শিশু ও ১১০ নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন। তবে গাজার সরকারি গণমাধ্যম বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষসহ মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

অন্যদিকে ইসরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণে ১ হাজার ১৩৯ জন নিহত ও ২০০ জনের বেশি মানুষ অপহৃত হন। সূত্র: মিডলইস্ট আই, আলজাজিরা





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত