Homeদেশের গণমাধ্যমেইসরায়েলের হামলার সময় ইয়েমেনের বিমানবন্দরে ডব্লিউএইচওর প্রধান, জানালেন নিরাপদে আছেন

ইসরায়েলের হামলার সময় ইয়েমেনের বিমানবন্দরে ডব্লিউএইচওর প্রধান, জানালেন নিরাপদে আছেন


ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় ওই বিমানবন্দরে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে নিরাপদে আছেন তিনি। বৃহস্পতিবার ইসরায়েলের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব তথ্য জানিয়েছেন ডব্লিউএইচওপ্রধান নিজেই।

এক্সে দেওয়া পোস্টে তেদরস আধানম গেব্রেয়াসুস বলেন, ‘(ইসরায়েলের হামলায়) আমাদের উড়োজাহাজের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।’ তিনি আরও বলেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন। তবে তাঁদের যাত্রায় বিলম্ব হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত