Homeদেশের গণমাধ্যমেইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ অস্ট্রেলিয়ার


অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু গাজায় চলমান যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল তৈরি করেছে। বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা নিয়ে আগের চেয়ে বেশি সোচ্চার হচ্ছে বিশ্ব। সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়াও। সম্প্রতি তারই এক ঝলক দেখাও মিলল।

গেল বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার অনেক এলাকা পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। উদ্বাস্তু হয়েছে লাখ লাখ মানুষ। তারপরও থেমে নেই ইসরায়েলি অভিযান। প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরায়েল।

এবার ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে কড়া অ্যাকশন নিল অস্ট্রেলিয়া। ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেট জানিয়েছে, ওই দুই সেনাকে অস্ট্রেলিয়া ঢুকতে দেওয়া হয়নি। যুদ্ধাপরাধে তাদের ভূমিকা কী ছিল, এ নিয়ে একটি ফরম পূরণের পরই কপাল পোড়ে তাদের।

সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দুই মাস আগে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেছিলেন ওমের বার্গার ও এল্লা বার্গার নামের দুই ইসরায়েলি সেনা। পরিবারের অন্য সদস্যের ভিসা প্রক্রিয়াকরণ করা হলেও এই দুজনকে ১৩ পৃষ্ঠার একটি নথি পূরণ করতে বলা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর অংশ হিসেবে কী ধরনের নির্যাতনে অংশ নিয়েছেন? যুদ্ধাপরাধ বা গণহত্যায় অংশ নিয়েছেন কিনা তারা?

তবে ওই ফরম পূরণ করার পর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। এরপর এল্লা ইসরায়েল ফিরে এলেও ওমের জবাবের আশায় এখন থাইল্যান্ড অপেক্ষা করছেন।

অস্ট্রেলিয়া বলছে, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ধরনের ফরম পূরণ করতে বলা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত