Homeদেশের গণমাধ্যমেইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য: বরিশালে ৬১ জেলেকে কারাদণ্ড, ১০৪ জেলের জরিমানা

ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য: বরিশালে ৬১ জেলেকে কারাদণ্ড, ১০৪ জেলের জরিমানা


বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৫৮৫টি অভিযান চালানো হয়েছে এবং ১৮৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এতে ১৬৫টি মামলা করা হয়েছে।

এ সময়ে বরিশাল বিভাগে ১১৭ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৯০৭ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ৬৮০ বার বিভিন্ন আড়ত ও ৯৬০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা আর সর্বশেষ গত দুই দিনের অভিযানে ৪ হাজার ২৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৬০০ টাকা মূল্যের ১৬ লাখ ৪৩ হাজার ৪০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া নৌকাসহ জব্দ করা হয়েছে বিভিন্ন সরঞ্জাম। এসব নিলামে বিক্রি করে ১ লাখ ২ হাজার ৬০০ টাকা আয় হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত