মিলাদ মাহফিলের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. নুরুল হক। জেলা ওলামা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষক জোট সিলেটের সমন্বয়ক ও মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক মো. ফরিদ আহমদ, জেলা কৃষক দলের নেতা জহিরুল ইসলাম, জেলা ওলামা দলের সদস্যসচিব এম এম কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এইচ এম নুরুল আমিন ও সদস্য মো. মোশাহিদ আলী প্রমুখ।
মো. নুরুল হক তাঁর বক্তব্যে বলেন, ‘পতিত স্বৈরাচার শেখ হাসিনার গুম নামক কারাগার থেকে অসংখ্য মানুষ ফিরে এসেছে। আমরা আশা করছি, আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীও ফিরে আসবেন।’