গত বছর মার্কিন নির্বাচনের প্রচার চলাকালে ট্রাম্পও অভিযোগ করেছিলেন, তাঁকে হত্যাচেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে।
গতকাল এনবিসি নিউজের পক্ষ থেকে পেজেশকিয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ট্রাম্পকে হত্যায় ইরানের কোনো পরিকল্পনা আছে কি না। জবাবে পেজেশকিয়ান বলেন, ‘কখনোই না।’
গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। আগামী সোমবার তিনি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনী প্রচার চলাকালে দুবার হত্যাচেষ্টা থেকে প্রাণে বেঁচে যান ট্রাম্প। একটি হত্যাচেষ্টা হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। ট্রাম্প তখন ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে গলফ খেলছিলেন। এর আগে গত বছরের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ করার সময়ও ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তদন্তকারীরা তাঁদের তদন্তে দেখেছেন, দুটি ঘটনার কোনোটিতেই ইরানের সংশ্লিষ্টতার প্রমাণ নেই।