ইরানে হামলায় নিজেদের আকাশসীমা ও ভূমি ব্যবহার করতে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তেহরানের প্রতিবেশী দেশগুলো। কুয়েত সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার এ দাবি করেন।
কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে আজ এক সংবাদ সম্মেলনে আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের সব প্রতিবেশী নিশ্চয়তা দিয়েছে যে ইরানের বিরুদ্ধে (হামলায়) তারা তাদের ভূমি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর তৎপরতা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইসরায়েল যদি ইরানে হামলা করে, তাহলে এর পাল্টা সমুচিত জবাব দেবে তেহরান।’